ফুলের সুভাস | কবি উম্মি হুরায়েরা বিলু

ফুলের সুভাস
উম্মি হুরায়েরা বিলু

জানালাটা খুলে বসে আছি
দমকা হাওয়া বার বার ছুঁয়ে দিয়ে যায়,
ঐ আরসের পানে তাকিয়ে
কষ্ট গুলো ভাসিয়ে দেই, দীর্ঘশ্বাসের ভেলায়।

না বলা হাজারো কথা
চোখের তারায় আছে জমা,
বার বার হৃদয় থেকে একটি সুর বেজে ওঠে
হে আরসের মালিক, করে দিও ক্ষমা।

তুমি তো অন্তর্যামী প্রভু
জানো এই অধমের মনে সকল কথা,
ঘুচিয়ে দিও প্রভু তুমি
এ হৃদয়ে আছে যত ব্যথা।

বাহিরে তাকিয়ে ভাবি
ঝড় এসে প্রকৃতিকে করে দিলো এলোমেলো,
এ পৃথিবী বড়ই নিঠুর
ভালোবাসা সব কোথায় গেলো।

স্বার্থ দিয়ে গড়া ভুবন
স্বজনরা সব যায় হারিয়ে,
স্বার্থ ছাড়া ভালোবাসা
দু’পায়ে যে যায় মারিয়ে।

প্রকৃতির সাথে আমাদের জীবনের অনেক বড় মিল
ঝড় এসে প্রকৃতিকে করে দেয় লন্ডভন্ড,
কিছু কিছু মানুষ, কিছু কিছু কথা, কিছু কিছু স্মৃতি
আমাদের হৃদয়টাকে করে দেয় খণ্ডবিখণ্ড।

ঝড়ের শেষে বিদ্ধস্ত প্রকৃতিতে
নতুন সূর্য হাসে,
ক্ষতবিক্ষত হৃদয়ও একদিন
ফুলে সুভাসে ভাসে।

আরো পড়ুনঃ  পথশিশু | কবি উম্মি হুরায়েরা বিলু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *