বাবা ভালোবাসি তোমায়
~ তাসকিয়া আহমদ তানিয়া
কখনো বলা হয়নি বাবা অনেক ভালোবাসি তোমাকে…!!
বাবা তোমাকে নিয়ে যদি লিখতে চাই, তাহলে আমার লেখা কখনোই শেষ হবে না। আমি গর্ব করি যে তোমার মতো একজন ব্যক্তিকে আমার জীবনে বাবা হিসেবে পেয়ে..। বাবা তোমাকে নিয়ে কি স্ট্যাটাস লিখবো তা সত্যিই আমার জানা নেই। কারণ -বাবা তুমি নিজেই যে একটা বিশাল স্ট্যাটাসের ভাণ্ডার।
বাবা নামটি মাত্র দুটি শব্দ। কিন্তু এর বিশালতা অনেক বড়। বাবা তুমি হলে আমার আকাশের সবচেয়ে সুন্দর তারা, কারণ তুমি ছাড়া আমি যে পথহারা।
বাবা তুমি হলে “বটবৃক্ষের পুষ্ট পাতার ছায়া, ক্লান্ত দেহে শ্রান্ত মনের অফুরন্ত মায়া”। বাবা তুমি আমার পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টির অনন্য এক উদাহরণ। তুমিই যে আমাকে প্রথম হাঁটতে শিখিয়েছো। তুমিই হলে আমার জীবনের প্রথম পথচলার সাথী।আর বাবা তোমার মতো করে পারবে না এই পৃথিবীতে দ্বিতীয় কোনো পুরুষ ভালোবাসতে আমায়। বাবা তোমার কাছে আমার ছোট -বড় সব আবদার হাসিমুখে চাইতে পারতাম,যেটা আর দ্বিতীয় কারো কাছে চাওয়া সম্ভব নয়। বাবা তুমি হলে আমার ভালোবাসার শ্রেষ্ঠ মানুষ। বাবা তুমি তোমার পৃথিবীর বুকে সর্বোচ্চ স্থানটা দিয়েছো আমায়।
পৃথিবীতে আমাকে সবাই ভালোবাসবে, সেই ভালোবাসায় কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকবে। কিন্তু “বাবা”তুমি এমন একজন ব্যক্তি , যে আমাকে কোনো প্রয়োজন ছাড়াই ভালোবাসবে আজীবন। তাইতো “বাবা”আমি বাঁচতে চাই তোমারই হাত ধরে, তোমার বুকে মাথা রেখে চিনে জগৎটাকে। তোমার স্নেহ পেতে চাই “বাবা”আমি প্রতিটি ক্ষণে, তোমার দোয়া সাথী হোক মোর জীবনের পানে।
….. অনেক ভালোবাসি বাবা তোমাকে…..