মা-বাবা
খুরশীদ জাহান রুপা
মা আমার চোখের মনি।
বাবা যেন সোনার খনি।
মা কে দেখলে আমার মন হয়ে যায় ভালো।
বাবা কে দেখলে ফিরে পাই যেন প্রাণে আলো।
মা বাবার মতো আপন কেহ নাই।
তা জানে না এমন কেহ দুনিয়াতে নাই।
বাবা হলো বটবৃক্ষ।
মা হলো তাঁর ছায়া।
আমাদের সুখের জন্য করে না তাঁরা প্রাণের কোন মায়া।
মা হাসিলে জান্নাত হাসে।
বাবার খুশিতে হাসে আমার মা।
মা বাবা হাসিলে আল্লাহ খুশি হয়।
আল্লাহ খুশি হলে তবেই বেহেশত নসীব হয়।