বৃষ্টি নিয়ে লেখালেখি | সত্যিই বৃষ্টি

বৃষ্টি নিয়ে লেখালেখি | সত্যিই বৃষ্টি

সত্যিই বৃষ্টি 

এখন আকাশে মেঘ ডাকিতেছে। অল্প একটু আগে আকাশে রোদ ছিল তীক্ষ্ণ। আমি জলপাই গাছের নিচে চেয়ারে বসিয়া ছিলাম। এত রৌদ্র উঠিয়াছিল যে, ভাবিয়াছিলাম আজ গায়ে পোশাক পরিধান করাটাই দুষ্কর হইয়া পড়িবে। শুধু একটা লুঙ্গি পড়িয়াই থাকিতে হইবে।

কিন্তু, কী আশ্চর্য! পরক্ষণেই পৃথিবীর রুপ সম্পূর্ণ পরিবর্তন হইয়া গেল! কি ছিল আর কি হইল!

দরদর করিয়া বৃষ্টিতে পড়িতে লাগিল। গাছের ডালপালা এমন ভাবে দুলিতে লাগিল যে, পরক্ষণেই আমি আলনা হইতে একখানি চাদর লইয়া গায়ে জড়াইলাম! তারপর ভাবিলাম, এ কি হইল! চোখের ভুল না তো! না।সত্যিই!

তারপর কাঠের একখানি চেয়ার লইয়া বারান্দায় বসিলাম। আঙিনায় ঝড়ের দাপট চলিতেছে। তাহা দেখিতে – দেখিতে চোখে ঘুম আসিল। তারপর বিছানায় আসিয়া শুইয়া পড়িলাম।

 

~   কলমে মুহাম্মদ

আরো পড়ুনঃ  আমার জন্য বর্ষাকাল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *