কিছুদিন পর
কানিজ ফাতেমা রুকু
কিছুদিন পর হবে না আর
একসাথে চাঁদ দেখা,
তোর আমার আজগুবি সব,
কাহিনি নিয়ে কথা।
কিছুদিন পর রাখাও হবে না
হাতের উপর হাত,
আর হবেনা ফাজলামিতে কাটানো,
নির্ঘুম অনেক রাত।
কিছুদিন পর দূরের হবি
রাখবি কি আমায় মনে,
মনে হবে কি আমার কথা,
যতই না থাকিস এক কোণে।
তোর স্মৃতি রাখবো আমি
অনেক আগলে রেখে,
বুকের মাঝে আপন করে,
আজীবন বুকে মেখে।
তুই মায়াবী, তুই জাদুকর
বল কি করে করলি বন্দী,
আটকে রেখে মায়ায় রেখে,
কিভাবে করলি এই ফন্দী।
এখন লাগে অনেক আপন
ছাড়বো কিভাবে তোরে,
হাজার হলেও যেতেই হবে
অনেক দূরে চলে।
যেখানেই থাক,ভালো থাক
এই আশা রাখি,
মনে রাখিস আমিও ছিলাম
তোর অনেক দিনের সাথি।
▪️ প্রিয় ইফফাতুন জান্নাত বান্ধবী’কে উৎসর্গ করে লেখা।