মুখোশ
কানিজ ফাতেমা রুকু
হাদিস তুমিই তুলে ধরো
আবার মানুষের ক্ষতিটাও করো।
এসব কি হায় দেখার ছিল,
পর্দা করে চলাচলও করো।
আবার অঙ্গ ভঙ্গি ঠিকই করো,
রোজা রাখো যিকিরও করো।
মানুষের হক নষ্ট করো,
জ্ঞানও দিতে ভালোই পারো।
নিজের স্বার্থ বেশি রেখে,
বুঝেও না বুঝারও ভান করো।
তুমিই বেশি হাদিস ঘাটো
আবার তুমিই বেশি মিথ্যা বলো।
তুমিই বলো নিজেকেই ভালো
অন্যরা কি ভাবে জানো?
নিজেকে প্রমান করার কি এত দরকার
যে তুমিই ভালো,
যে ভালো তারে দশেই বলে ভালো।
কথায় যে আছে হায়,
বাইরে ফিটফাট -ভিতরে সদরঘাট।
নিজের বেলায় লাভের হিসাবও করো
অন্যের বেলায় উল্টো তার ক্ষতি করো।
আমাদের সমাজে এমন এমন কিছু মানুষের সাথে আমরা চলাফেরা করি যারা তাদের ইমানের খোলস দেখিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে গিরগিটির ন্যায় রঙ বদলায়।
যার ইমান আছে তাকে প্রচার করে ভালো সাজতে হয়না। পর্দা মানে শুধু কাপড়ের আস্তরণ দিয়ে নিজেকে ঢাকা নয়,মনের কালো কালো আস্তরণ ও ঢাকতে হয়।
~ রুকু