বিশ্বাস
কানিজ ফাতেমা রুকু
কাকে বিশ্বাস করবো?
নিজের মা আজ ছেলের কাছে খুন হয়।
কাকে বিশ্বাস করবো?
ছোট শিশু যে এখনো ভালোভাবে মানুষই চিনতে পারেনি, অথচ সে আজ মাটির নিচে!
কাকে বিশ্বাস করবো?
ভাত খাইয়ে পেট ভরে মানুষ পিটিয়ে হত্যা করে।
কাকে বিশ্বাস করবো?
বন্ধু হয়ে বন্ধুর মাংস আজ পুড়িয়ে খায়।
বিশ্বাস কোথায়?
আপনি যাকে বেশি বিশ্বাস করবেন,দিনশেষে দেখবেন কিছু না কিছু মিথ্যার আশ্রয় নিয়ে আপনার সাথে সে বিশ্বাসঘাতকতা করতেছে।
মনে রাখবেন, তখনই বিশ্বাসঘাতকতা হয় যখন আপনি কাউকে বিশ্বাস করবেন। কারণ মানুষ বিশ্বাসঘাতকতা করে বিশ্বাস অর্জন করে।