ছদ্দবেশীর দুনিয়া
আফরোজা আফরিন
চারপাশে কেবল মুখোশধারী ছদ্দবেশী ,
শত নোংরামি আড়ালে লোকের চোখে যাচ্ছে ভালোমানুষি ।
একজন কে সর্বহারা করে দিয়ে
অন্য পাশে অন্য একজন কে সামান্য বিলিয়ে
সমাজের কাছে মানবদরদী সাজে!
ক’জন এ বা আর জানে
কতটা পশুত্ব লুকিয়ে আছে ওই উল্কা দরদীর মুখোশের আড়ালে।
হিংস্র এক দল আছে যারা,
সৎ মানুষগুলোর কাজে,
পেছন থেকে দিয়ে যায় বারবার বাঁধা,
তারাই আবার বিনয়ী মানুষের মুখোশ পড়ে
দেখা হলে জিজ্ঞেস করে, কাজ কতটুকু এগিয়েছে দাদা!!
এই ধরায় আছে এমন আরও কত শত রূপের মানব,
আড়ালে থেকে মিথ্যে অপবাদ দিয়ে
সত্যিকারের মানবসেবীগুলো সম্মান লুটে নিয়ে,
পাশ থেকে হেঁটে যেতে কাটা গায়ে নুনের ছিটা দিয়ে দেখাতে আসে মিথ্যা দরদ।
এমনই শত সহস্র ছদ্মবেশীর মুখোশের সমুদ্রে তলিয়ে যাচ্ছিে দেশ,
জীবন ফুরিয়ে যাবে তবুও তাদের কুকর্মের ইতিহাস বলে করা যাবেনা শেষ।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য