হে আমার প্রিয়! আমার অর্ধেক দ্বীন
সাদিয়া আফরিন
এ শহরের বুকে প্রতিদিন,
কতো সন্ধ্যা নামে!কতো সূর্য উঠে!
আপনি বিহনে,
কত শঙ্খচিল উড়ে আপনার না আসাতে।
হে আমার প্রিয়!আমার অর্ধেক দ্বীন।
কতো জোয়ার ভাটা এসে বয়ে জায়,
নাম না জানা অজানায়।
কতো পাখি দিক হারায়,নিসানা ছাড়াই।
শুধু আপনার না আসায়!
আমি নিরাস!বড়ই হতাশ!
হই দিবানিসি আসবেন কবে আপনি?
হে আমার প্রিয়!আমার অর্ধেক দ্বীন।
আমার খুব করে জানতে ইচ্ছে হয়।
এই বৃষ্টি মুখর দিনে আমার প্রিয়!
আমার অর্ধেক দ্বীন।
আমাকে নিয়ে লিখছেন কী আপনি?
দুটো চারটে লাইন।
হে আমার প্রিয়!আমার অর্ধেক দ্বীন।
এই ফিতনার জাল বিছানো ভুবনে,
আমি যে বড়ই নাজেহাল আপনাকে ছাড়া চরিত্র রক্ষায়।
মন আমার ভুল করে সে ফুল হয়ে যায়!
নীল আকাশ ছুঁয়ে রংধনুরা হাতছানি দেয়।
শুধু আপনার শুন্যতায়—
হে আমার প্রিয়!আমার অর্ধেক দ্বীন।
আমার ভালোবাসাই আপনি শিক্ত,
আপনিই অমলিন।
আমার হৃদমাঝারে আপনি আছেন,
আপনিই চিরদিন।
হে আমার প্রিয়!আমার অর্ধেক দ্বীন।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য