ফরিয়াদ
মারুফা ইসলাম সূর্মী
হে পরোয়ারদিগার আমি গোনাহগার তুমি অন্তরজামী,
তব বিচার দিনে এই অধমের সাথী হইয়ো তুমি।
কত গোনাহ করেছি প্রভু জানা অজানা
ইচ্ছা অনিচ্ছা কবিরা সাগিরাহ,
হিসাব নিলে রেহাই পাবোনা হয়ে যাবো দিশেহারা।।
অভাগা বান্দা তোমার ফরিয়াদ জানায়
দাও গো প্রভু সাড়া,
সব গোনাহ ক্ষমা করে তুমি দেখাও আলোর দিশা।
লা~ইলাহা~ইল্লাল্লাহ মুখে
সেই পবিত্র বিদায়ের কামনা করি,
প্রিয় নবীজির দীদার নিয়ে মরতে যেন পারি।।
বিশাল স্রোতে সাগর যেমন কানায় কানায় পূর্ণ হয়,
তেমনি আমার হৃদয় যেন ঈমান দিয়ে সিক্ত হয়।
কচি পাতায় শাখাপ্রশাখায় গাছ যেমন ভরে যায়,
আমার মাঝে ঈমান যেন তেমনি ভাবে বেড়ে যায়।
আঁধার রাত যেমন আঁধার কাটিয়ে সূর্যের দেখা পায়,
অন্ধকার আমার হৃদয়টা তেমনি যেন
ইসলামের আলোর হদিশ পায়।।
কোরআনের বাণী থাকে যেন আমার হৃদয় মাঝে,
আজানের ঐ মধুর সুর শোনে
দাঁড়াই যেন জায়নামাজে ।।
তোমার দরবারে হাত দুটি তুলে চাইবো গোনাহর পানাহ,
ফিরিয়ে দিয়ো না প্রভু সেই হাত কবুল করিয়ো তাওবাহ
ইয়া সালামু,ইয়া রহীমু, ইয়া অন্তরজামী,
মনের সকল সত ইচ্ছা প্রভু পূরন করো তুমি।
আমার যখন ফুরাবে দিন শেষ হবেগো হায়াত,
পবিত্র আত্মা হিসেবে কবুল করিয়ো,
ঈমানী হালোতে মরন দিয়ো,
বারযাখ জীবন সুখের কিরিয়ো গো আল্লাহ
এটা এই অধমের ফরিয়াদ।।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য