একটান সিগারেট কলমে রাইমানুর ইমা

একটান সিগারেট
রাইমানুর ইমা

 

একটান সিগারেটে সে’কি স্পর্শকাতর প্রশান্তি,
ঠিক যেন ইলশেগুঁড়ির মৃদু বাতাসে একচুমুক চা।
একটি সিগারেটের চুমু যার শিহরণে ঝরে যায়
কষ্টে সিক্ত গাছের বিষণ্ন সব পাতা।
পূর্ণিমাতিথিতে সাজানো গগন তলে ডায়েরি কলম হাতে
ছন্দ বরণে উদগ্রীব চিত্ত আর চঞ্চল আলোড়িত নেত্র
এই একটান সিগারেটের চুমুতেই শান্ত।
এই নিরস ধরণীর মরিচিকায় প্রেম বেচে
নিকোটিন কিনতে কিনতে প্রেমাঙ্গন আজ ক্লান্ত ;
এই নিমিত্তেই আমার প্রেমের প্রতিটি রনাঙ্গনে
কয়েক কোটি প্যাক সিগারেটের নিকোটিনই হয়
সহস্র বিলিয়ন ক্ষেপণাস্ত্র।

 

আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  ভালোবাসার হাতে খড়ি কলমে মাহমুদ হায়াত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *