বর্ষায়_খুঁজি_ভালোবাসা তৈয়্যবুর রহমান ফরাজী
জানো কি বর্ষা?
তোমায় খুঁজি ভালোবাসা।
যখন গ্রীষ্মের তাপে,
দগ্ধ শরীর আনচান করে।
সারাটা দুপুর তোমায় ঘিরে ,
ভালোবাসার ব্যাকরন বেড়াই খুঁজে।
তাতে কোন ভরসা জাগানো,
শীতল হাতের স্পর্শ নাই।
সারাটা দুপুর তোমার,
অপেক্ষায় দিন কাটাই।
চেনা চালচিত্রের বাইরে ভাবি,
কখন ঝরবে বর্ষা বৃষ্টি ,
আমার বুকের পরে।
উদ্দাম গতিতে বেড়াবো ছুটে,
রাতের স্রোতে, মিলব তোমা সনে।
জানো কি বর্ষা?
তোমায় পেলে আমি।
ভালোবাসার নানা রঙে,
সতেজ হয়ে সাজাতে পারি,
আমার ছোট্ট বাগানখানি।