একদিন আমি ত নিঃশেষ হয়ে যাব,
আজ কে রক্তে যেই আগুন জ্বলে তা আর জ্বলবে না কভু।
আজ দর্পণে মোর যেই রুপ
প্রতিফলিত হয় তা আর হবে না কভু।
আজ যেই মসৃণতার আবরণে দেহ আবৃত,
তা একদিন কুকরিয়ে যাবে।
আজ চেহারায় যে যৌবনের লাবণ্যতা,
সেই চেহারায় পড়ে যাবে বার্ধক্যের ছাপ।
আমি ত একদিন নিঃশেষ হয়ে যাব।
হারিয়ে গেছি অতীতের শৈশব থেকে,
এভাবেই হারিয়ে যাব বর্তমানের যৌবন থেকে,
পৌছে যাব প্রৌঢ়ত্বের কাছে।
মানুষের মাঝে এত রুপ দেখি
তবু কভু মনে হয় না একদিন হারিয়ে যাব
এই জনতার ভীড় থেকে।
রুপের লাবণ্যতায় যেই অহংকার তা একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে ধরা থেকে বিদায় নেবে।
কত কবর দেখি তবু কেন মনে হয় না
একটিবারের জন্য্ও যে আমি হারিয়ে যাব।
আমি হারিয়ে যাব!
আমার যাত্রা হবে অন্তিম কালের জন্য।
যে কালের শেষ নেই কোনো,
যে কালের মাঝে নেই কোনো বিরতি।
বিরতিহীন অন্তিম যাত্রার মাধ্যমে
আমি হারিয়ে যাব সুন্দর ভুবন থেকে।