আমার আনন্দ প্রতিদিন
খোদেজা মাহবুব আরা
অদৃশ্য কোন মগ্নতার শিখড়ে হৃদয় ডুবিয়ে ভেবো আমিতো আছি কোন অদৃশ্য বাতাসের ভাঁজে,শীত, গৃষ্ম,বর্ষায় অকৃপণ প্রকৃতি, প্রাপকের আঁচলে প্রাপ্তির হিসেব মিলিয়ে ভাবো আছি সবার নিশ্চুপ ভারাক্রান্ত ভাবনার অতলে।
প্রকৃতি এত উদার! কিভাবে মগ্ন নিশব্দতায় ইতিহাসের চিরন্তন এক অবিচ্ছেদ্য বিভোরতা হয়ে উঠে।
প্রশান্তির আবরনে একাকী মুখর রব এই বার্তায় প্রকৃতির রহস্যের পৃথিবী কিছুটা অবমুক্ত করে দুঃখী দুঃখী প্রান্তরে।
বিরামহীন প্রাপ্তি সূত্রে ক্ষয়িষ্ণু দিন ছন্দের তরংগে দোলায়িত এক উচ্ছ্বাস।
হৃদয়ে পুষে রাখি আশ্চর্য এক প্রাণবন্ত নির্লিপ্ততা, কোন কৌশলে
প্রকৃতির সন্তরণে আমি এক বিলাসী যাযাবর, কিছু ফুল না ফুটুক, অস্তিত্বের রথ যাত্রায় ডুবে থাকি উৎফুল্লতার শিখরে —
আমার আনন্দ প্রতিদিন।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য