দুলহান
ঘাড়কুঁজো
আগা ভগা রসাতল প্রকৃতিই শক্তি,
স্বর্গ লোভে কর মিছে মিছে ভক্তি।
ধর্ম গণ্ডি বাবা জীবন চালনায়,
গেলমান হুর মিথ্যা ছলনায়।
বাবার পুত্র যদি হয় সমান সমান,
আগা ভগা করে কি?টোকাই দুলহান!
হারাম হারাম কর করলেই মদ পান,
গল্প বলো শুনি শরাবেই সম্মান।
তোর ধর্ম আমি মিথ্যা বলি
আমায় মুক্তমনা বল,
পারলে তোদের বাবরি চল
কবর খুড়ে তোল!