অথচ এমন
স্বপন সিংহা বাবু
আজ যেদিকে তাকাই দেখি
কায়দা আজব, অনর্গল
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে
ছায়ার মতো কৌতূহল
অথচ এমন হওয়ার কথা
কেউ ভাবেনি কল্পনাতে,
নিরপরাধ দ্বন্দ্ব মনেই
ভাত দেখিনা সবার পাতে
তবু কারো রাজভোগে দিন
ঠোঁটও খুব আমুদে রাঙা
কিন্তু সহজ নয় তো মোটেও
দুর্যোধনের ঊরু ভাঙা
সভ্যতা মুখ লুকিয়ে কাঁদে
পিছিয়ে পড়ে নিজের দেশ,
আজও চোখে আগুন ঝরে
সব দ্রৌপদীর আলগা কেশ।