কবি পরিচিতিঃ কবি ইমরান হোসেন ১৯৯৯ সালে ঢাকা বিভাগের নরসিংদী জেলার মনোহরদী থানার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: আবু তাহের, মাতা: ফোরকান বেগম। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অধ্যয়নরত। তিনি সবার নিকট দোয়প্রার্থী।
বস্তির জীবন
কবি ইমরান হোসেন
খুব কাছ থেকে একবার বস্তি দেখেছি।
চারপাশটার দুর্গন্ধে যেন আমি মরে গেছি।
অথচ আমি অবাক হয়ে তাকিয়ে,
আশপাশটা কিছুই হয়নি সব ঠিক আছে!
সেদিন বুঝে গেছি আমার নাকটা কতটা সরস,
যে মানুষগুলা বেঁচে আছে বছরের পর বছর
তাদের নাকেও লাগেনা আমার পরশ।
আমি দেখেছি জলাশয়,
কাগজ আর বোতলে স্তুপাকার,
খাবার থালায় মাছি ভনভন,
কাগজ টোকাতে ব্যস্ত টোকাই।
জ্বলেনা সেখানে খাতা- কলম
সেখানে চলে শুধু চরম ক্ষুধা নিবারণ।
তার কাছে শিক্ষা মানে বিলাসিতা,
আসল শিক্ষাতো পেটের ক্ষুধা।
আমি বুঝেছিনু সেদিন
এই নোংরা পানি কিংবা দুর্গন্ধে
তাদের অক্সিজেনের অভাব হয়না,
তারাই তো আসল সব্যসাচী!
বস্তিতে থেকেও তাদের ধরেনা কোনো পীড়া!
আর আমার চোখে তারা বিলিয়ান
তারা ক্ষুধার্ত পাপী,
আমার কাছে তার শ্রম মূল্যহীন
কিন্তু তার স্থলে আমি যদি একদিন থাকি!
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য