আষাঢ়
অপূর্ব চক্রবর্তী
এসেছে আযাঢ় নাচে প্রাণমন
এবার যে তবে হবে বরিষণ,
নাচবে ময়ুর দেখবে ময়ুরী
মেঘেরা উড়বে হয়ে সারি সারি।
রাস্তায় জল দেখ থৈ থৈ
ছেলেরা দল বেঁধে করে হৈ হৈ,
ঐ ভাসে দেখ পুকুরের কৈ
কে যেন জ্যান্ত ধরে।
সেদিন সে গেছে যখন শিশুরা
হাসতো তখন নৌকো ভাসিয়ে জলে।
ফিরে আসে দেখ হৃত শৈশব
হাঁসের মতন তর তর কোরে বেয়ে।
আজ হারানো সে যত উচ্ছাস সব
ফের স্মৃতির অলিন্দে ভাসে।
ঝর ঝর ঝরে এই বরিষণে
আবার আষাঢ এসেছে ধেয়ে।