নীল সাগরের চেয়ে
নীল সাগরের চেয়ে কলমেঃ ফাহিয়া হক ইন্নি বেশি কিছু চাওনি তুমি ,চেয়েছো শুধু তোমাকে নিয়ে যেন একটা কবিতা লিখি আমি লিখবো কবিতা এই বলেই প্রতিশ্রুতি করি শব্দ খুঁজতে গিয়ে হয়েছি ভিখারী আমার কাছে তুমি অর্ণবের লহরি আমার চোখে তোমার মর্যাদা অভ্রভেদী যদিও তুমি একটু জেদী জানি না কি ভেবে দেখাই তোমাতে অধিকার। যখন আঁধার রাতে […]