কুরআনের পাখি | কবি উম্মি হুরায়েরা বিলু
কুরআনের পাখি উম্মি হুরায়েরা বিলু চলে গেলে ভুবন ছেড়ে রেখে গেলা স্মৃতি, তোমার স্মৃতি আজও হয়নি কো ইতি। কুরআনের পাখি ছিলে ছিলে তুমি বীর, জালিমের কাছে তুমি নত করোনি শির। জালিমেরা করে দিলো তোমাকে লাশ, সেই জালিমেরা আজ হয়ে গেছে নাশ। রাজাকার তুমি তো ছিলে না কখনো, স্মরণ করে জাতি তোমাকে এখনো।