এমনি করে কলমে বখতিয়ার উদ্দিন
এমনি করে বখতিয়ার উদ্দিন এমনি করে অনাদি কাল হতে আমি, দেখিতেছি যে তোমার সুন্দর এ ভূমি। চলিতেছি দুই পায়ে ঘাসের উপরে একদিন যেতে হবে আঁধার কবরে। চলে যেতে হবে দেখে মিছে মায়া ছেড়ে এই দুনিয়ার কেউ রহিবে না ঘরে। যতো বেলা বাড়ে মনে ছোট হয়ে আসে দিনখানি শেষ হয়ে ভয় চোখে ভাসে। হাজার বার […]