মায়ের চিঠি কলমে মুহাম্মদ নুরুল কবির করিমী
মায়ের চিঠি মুহাম্মদ নুরুল কবির করিমী দশটা বাজে যাবো কাজে করছি তাড়া হুড়ো , ড্রেসটা পরে জামাটা নেব অবস্থা জড়ো সড়ো । ডাক হরকরা নাড়ে কড়া রক্তিম তার দিঠি , রঙিন খামে আমার নামে ধরিয়ে দিল চিঠি । চিঠিটা পড়ে ধুকধুক করে কম্পন ধরছে বুকে , মা যে আমার নেয়নি আহার পড়ে আছে অসুখে । […]









