মায়ের মূল্য কলমে সাকিব মাহবুব
মায়ের মূল্য সাকিব মাহবুব মাগো জানি তোমার জন্য এসেছি এই ভবে, দারুণ কষ্টে গর্ভে ধরে জনম দিলে তবে। বড়ো করলে ধরার বুকে আপন সুখটা ভুলে, একটু ব্যথায় কেঁদে উঠলে কোলে নিতে তুলে। শীতের রাতে বুকের মাঝে জড়ায় রাখতে ধরে, সদাই তোমার গা ভিজিয়ে দিতাম পেশাব করে। বুকের দুধে করলে বড়ো নেই কোনো তার তুল্য, তোমার […]