অভাব আমায় শিক্ষা দিলো কলমে আরণ্য সুজন
অভাব আমায় শিক্ষা দিলো আরণ্য সুজন অভাব আমায় শিক্ষা দিলো নিষ্ঠুর হতে ভাইরে, বিপদে কেউ টাকা চাইলে বলতে হবে নাইরে। অভাব আমায় চিনিয়ে দিলো নিষ্ঠুর এই দুনিয়াটা, অভাবের দিনে কেমন হয়, সুখের দিনের বন্ধুটা। অভাব আমায় বলে দিলো চলবি হয়ে সংযম, চালের মটকায় চাল থাকলেই করবি না হজম। অভাব আমায় বলছে সদা ফিসফিসিয়ে কানে, অভাবটারে […]