ইচ্ছে কলমে রাহমা জাকিয়া
ইচ্ছে রাহমা জাকিয়া ০২/০৬/২০২২ ইচ্ছে করে এক ছুটে তোর কাছেতে আসি ফিসফিসিয়ে বলতে চাই অনেক ভালোবাসি..” ইচ্ছে করে পালিয়ে যায় তোর দু’হাত ধরে ইচ্ছে করে এদেশ ছেড়ে যেতে দূর বহুদূরে..” ইচ্ছে করে মেলে দেয় আমার দুটি ডানা যেই আকাশে উড়তে মোদের থাকবেনা’কো মানা..” ইচ্ছে করে তুকে নিয়ে ছুটতে তেপান্তর দেখবো আমি একলা তুকে সারাটা দিনভর..” […]