পুরুষের আত্মত্যাগ কলমে কবি ইমরান হোসেন
পুরুষের আত্নত্যাগ ইমরান হোসেন সকাল যায়,সন্ধ্যা যায় যাচ্ছে সময় অবলীলায়, কে বা রাখে কার খোঁজ দিবারাত্রি কর্মতেই ব্যস্ত পুরুষ। কারো আবার বিকেল বেলার অফিসের সময়টুকু, কেউ বা আবার দিবারাত্রি ছুটছে কাজের পিছু। রাতের ঘুমও ঘুমিয়ে যায় ব্যস্ততারই ভিড়ে, তাও একটু ঘুমিয়ে নেয় ঘণ্টা খানেক পেলে। সূর্যোদয়ের আগেই যেন কাজের খোঁজে ছুটা, আবার কখন আসবে বাড়ি […]