প্রেমের সান্নিধ্য কলমে সাজিয়া আফরিন
প্রেমের সান্নিধ্য সাজিয়া আফরিন উদাস দুপুর ফেরারী মন পাগলা হাওয়ার তরে,, অহর্নিশি নির্ঘুম কাটে তোমায় ভেবে মরে। প্রিয় তুমি একমুঠো রোদ আমার উঠোন জুড়ে, তোমায় নিয়ে গানগুলি আজ বেজে উঠে সুরে। চিন্তাতে মন জেঁকে বসে চোখের আড়াল হলে, হৃদয় আকাশ তারায় ভরে ভালোবাসি বলে। স্পর্শে তোমার সজীবতা প্রাণে সুখের হাসি, নিঃশ্বাসে মোর মিশে আছো স্রোতের […]