বিদায় ক্ষণে কলমে টিটু দাশ
বিদায় ক্ষণে টিটু দাশ হে প্রাণের শিক্ষক, আজি জ্ঞান লয়ে, হৃদয় ক্ষয়ে, যাচ্ছি চলে বিদায় নিয়ে। হে প্রাণের শিক্ষক, এই জ্ঞান যাতে, পারি জ্বালাতে, দেশের তরে, দশের তরে, এই ধরনীতে।। হে আলোকবর্তিকা, একটি জ্বলন্ত মোমবাতি যেমন একটি অন্ধকার ঘরকে আলোকিত করে তদ্রুপ আপনি আপনার মহান জ্ঞান দান করে আমাদের জ্ঞানান্বিত করেছেন তার জন্য এই বিদায় […]