খেয়া বালিকা কলমে বখতিয়ার উদ্দিন
খেয়া বালিকা বখতিয়ার উদ্দিন সুজন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। কলেজ গ্রীষ্মের ছুটি দিয়েছে। ছুটি কাটাতে সুজন শহর থেকে সোজা চলে আসে গ্রামের মামা বাড়িতে। গ্রামে আসতে পথে কত যে বিড়ম্বনা, মহাসড়ক ছেড়ে উপ-সড়কে, তারপর গ্রামের কাঁচা রাস্তা পাড়ি দিয়ে আবার সামনে পড়ে খেয়া ঘাট। সুজন খেয়া ঘাটে এসে দেখে, নৌকা এই পাড়ে নেই।নদীর […]