পরী বন্ধু কলমে নূরনাহার নিপা
পরী বন্ধু নূরনাহার নিপা জানালা ধরে কি করছো? জানালা ধরে অাকাশ দেখি। অার কি দেখো? চাঁদ দেখি। অাম্মু চাঁদ তো দেখা যায় না। মেঘের লুকোচুরিতে ছোট ছোট তারা জ্বলে অার নিভে। কী সুন্দর তারার ফুল। কতো বড় অাকাশ যদি ডানা থাকতো উড়ে যেতাম পরীর মতে। কী মজা হতো! মায়ের মুখটা ফ্যাকাশে। একদম না এসব চিন্তা […]