এসেছে সে অসময়ের বৃষ্টি হয়ে কলমে রাইমানুর ইমা
এসেছে সে অসময়ের বৃষ্টি হয়ে রাইমানুর ইমা বৃষ্টিস্নাত টকটকে লাল কৃষ্ণচূড়ার সতেজতার প্রফুল্ল ভাব, সবুজের বুকে হলুদের মেলায় নেই কোনো উচ্ছ্বাসের অভাব। আনমনে গগণ পানে মেঘের ভেলা নিয়েছে আমায় ভাসিয়ে, দূর্বাদলে লজ্জাবতীদের ভীড়ে নির্লজ্জ আমি ঠাঁই দাঁড়িয়ে, প্রখর গ্রীষ্মের চৌচির চিত্ত হাহাকার তৃষ্ণার্থ বারিবাহ জমছে যেন বিষণ্নতার বিজ্ঞাপনার্থে। দৃষ্টিমাত্র মনে আসে অপেক্ষার অভিমানে, ক্ষোভে বারি […]