আগন্তুক বিহঙ্গ কলমে রাইমানুর ইমা || বাংলা কবিতা
আগন্তুক বিহঙ্গ রাইমানুর ইমা উৎসর্গঃ ইতু লাল হলুদ কৃষ্ণচূড়ার মেলায়, এক আগন্তুক বিহঙ্গ কড়া নেড়েছে মম বিষণ্ন চিত্তে এই অবেলায়। এই বিহঙ্গ গুমড়ো বারিবাহের বিষণ্ন দুপুরে এনে দিয়েছে ঝিলিমিলি রোদের সোনালী ঢেউ অনুভবে পেয়েছি যেন অন্তর আত্মার কেউ। নিস্তব্ধ নির্জন হাহাকার বিকেলে এই বিহঙ্গ মম সনে হৃদের আলোড়নে রোমাঞ্চের খেলা খেলে ; অন্তর্হিত আমি আনমনে […]