শেখ তন্ময় এর পরিচিতি, স্ত্রী, মোবাইল নম্বর – The best biography of Sheikh Tanmoy 2023

শেখ তন্ময় কে?

শেখ তন্ময় হচ্ছে একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও একাদশ জাতীয় সংসদ সদস্য। তিনি বাগেরহাট-২ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

শেখ তন্ময় এর পরিচিতি

শেখ তন্ময় এর প্রকৃত নাম শেখ সারহান নাসের তন্ময়। তবে, তিনি শেখ তন্ময় নামে অধিক পরিচিত। তিনি জন্মেছেন, ১৯৮৭ সালের ২৯ জুন। তার পিতার নাম শেখ হেলাল উদ্দিন এবং মাতার নাম শেখ রুপা চৌধুরী। বাংলাদেশের রাজধানী ঢাকায় তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে পরবর্তীতে তিনি ভারতের একটি আবাসিক বিদ্যালয়ে ভর্তি হন। পুনরায় তিনি দেশে আসেন এবং ঢাকায় তিনি লেভেল পড়েন ও সম্পন্ন করেন। ২০০৭ সালে পুনরায় ভারত গমন করেন ও ২০১২ সালে দেশে ফিরে আসেন। এরপরে তিনি লন্ডন থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রী অর্জন করেন।

শেখ তন্ময় এর ছবি

Sheikh Tonmoy - শেখ তন্ময়

শেখ তন্ময়

শেখ তন্ময়

শেখ তন্ময় - Sheikh Tonmoy

 Shiekh Tonmoy - শেখ তন্ময়



শেখ তন্ময় - Sheikh Tonmoy

শেখ তন্ময় এর ব্যক্তিগত ও পারিবারিক অবস্থা

শেখ তন্ময় ব্যক্তিগত জীবনে শেখ ইফরারের সাথে ২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শেখ তন্ময় এর স্ত্রী  শেখ ইফরার বর্তমানে শিক্ষকতা পেশার নিয়জিত রয়েছেন।

শেখ তন্ময় এর পিতা শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-১ আসন থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন।  তিনি থাকাকালীন সময়ে সুবিধা বঞ্চিত মানুষের ও এলাকার উন্নয়নের অনেক ভূমিকা রেখেছিলেন।  তাঁর কার্যক্রমে, তিনি এখনো আলোচিত। তার অসামান্য আবদানের কারণে শেখ তন্ময় এর জীবনে অনেকটা সফলতা ও ভালোবাসা পেয়েছেন।

[wptb id=9338]

পারিবারিকভাবে তন্ময় বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক শেখ-ওয়াজেদ পরিবারের সাথে সম্পৃক্ত। তন্ময়ের দাদা শেখ আবু নাসের যিনি শেখ মুজিবুর রহমানের ছোট ভাই। শেখ হেলাল সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই। অর্থাৎ শেখ হাসিনা, শেখ তন্ময় এর ফুুুফু হন। তার বোন শেখ সায়রা রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থর সাথে।



শেখ তন্ময় এর কর্মজীবন

সিঙ্গাপুরে একটি কোম্পানিতে চাকুরীর মাধ্যমে তন্ময় প্রথম কর্মজীবন শুরু করেন। সেখানে চাকরি থেকে বরখাস্ত নিয়ে তিনি দেশে ফিরে আসেন। দেশে আসার পর থেকে তিনি রাজনৈতি তে জড়িয়ে পড়েন। এরপর থেকে তিনি পেশায় রাজনীতিবিদ হিসেবে পরিচিত।

শেখ তন্ময় রাজনৈতিক জীবন

বর্তমানে তিনি বাংলাদেশি রাজনীতিবিদ ও একাদশ জাতীয় সংসদ সদস্য। শেখ তন্ময় জন্মের পরে শিক্ষালাভের উদ্দেশ্য দেশের বাইরে এবং দেশে আসা বিভিন্ন ক্ষেত্রে তাঁর রাজনৈতিকতার সাথে সম্পৃক্ততা ছিলো না। পরিবারে বেড়ে উঠলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না। ২০০১ সালে তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সাথে যুক্ত ছিলেন। ২০১৭ সালে আওয়ামী লীগের বাগেরহাট পৌর শাখার সদস্যপদ লাভের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান এবং সেবারেই তিনি প্রথমবারের মতো বাগেরহাট ২ আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন।

আরো পড়ুনঃ  নাঈম ইসলাম বাঙালি'র সংক্ষিপ্ত পরিচিতি ও জীবনী

 জনপ্রিয় বিখ্যাত ও ভাইরাল ব্যাক্তিদের সম্পর্কে জানতে ভিজিট করুন Human Search

শেখ তন্ময় এর মোবাইল নম্বর

শেখ তন্ময় এর মোবাইল নম্বরটি বাগেরহাট জেলার সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া হয়ছে।  তার মোবাইল নম্বর টি হচ্ছে



Mobile No:- ০১৭৩৮-১৬৫৮০০
Email:- [email protected]

ফেসবুকে শেখ তন্ময়

বিশ্বের বিখ্যাত সামাজিক যোগাযোগ প্লাটফর্ম ফেসবুক ও শেখ তন্ময় এর একাউন্ট রয়েছে। বর্তমানে তাঁর একাউন্টে 1.2 M Followers এবং 3 জনকে তিনি Following করতেছেন। সেগুলো হচ্ছে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা এর ছেলে Sajeeb Wazed এবং দুইটি সংগঠনিক পেইজ এ। শেখ তন্ময় এর ফলো দেওয়া পেইজ দুটো হচ্ছে Bangladesh Awami League এবং আরেকটি হচ্ছে Bangladesh Parliament – জাতীয় সংসদ।

শেখ তন্ময় এর ফেসবুক আইডি

শেখ তন্ময় এর উচ্চতা ও ওজন

শেখ তন্ময় এর উচ্চতা ও ওজন সম্পৃক্ত কোন সচ্ছ তথ্য পাওয়া যায়নি। তবে, অনুমান করা যায় বা অনুমানিক কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। তিনি উচ্চতায় প্রায় ৬ ফুট এবং তার ওজন প্রায় ৮২ কেজি।

সমাজ সেবায় শেখ তন্ময়

হাজারো তরুণে অনুপ্রেরণার নাম শেখ তন্ময়।  যিনি একজন আর্দশ সমাজ সেবক। তার ভালো পেয়ে আজ অসংখ্য মানুষ সন্তুষ্ট।  শেখ তন্ময় কার্যক্রমে সহানুভূতি ও মানুষের ভালোবাসা দেখা যায়। তিনি সমাজ সেবার মধ্যেমেই নিজেকে রাজনীতিতে যুক্ত করেছে

বর্তমান সময়ে তার সমাজ সেবা মূলক অনলাইন প্লাটফর্ম গুলোতে ছড়িয়ে পড়ছে। এতে তাঁর নিবার্চনীয় এলাকা সহ শেখ তন্ময় এর দেশের অন্যান্য জেলা গুলোতেও সুনাম ছাড়াচ্ছে।

সকলে শেখ তন্ময় এর জন্য দোয়া করবেন। তিনি যেন দেশের উন্নয়নের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পাড়ে।

 

 

নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- চিরকুটে সাহিত্য

1 thought on “শেখ তন্ময় এর পরিচিতি, স্ত্রী, মোবাইল নম্বর – The best biography of Sheikh Tanmoy 2023”

  1. Pingback: কবি, লেখক ও সংগঠক এস.এম আলী সুমন » Chirkute Sahitto

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *