অগ্নিসেনা কলমে রাহমা জাকিয়া

অগ্নিসেনা
রাহমা জাকিয়া
তারিখঃ ১৫-০৬-২২ইং

জান বাজি রেখে তোমরা বাঁচাও
মানুষের কতো জীবন
কখনো পিছপা হওনি লড়ে গেছো
মৃত্যুকে করে আলিঙ্গন ।।

ওও আমার দেশের অগ্নিসেনা
আমরা তোমাদের ভুলব না…

অগ্নির সাথে খেলে তোমরা
দিয়েছো ভরে কত মায়ের বুক
ফিরে পেয়েছে কত জননী
পেয়েছে হারানো সুখ ।।

ওও আমার দেশের অগ্নিসেনা
আমরা তোমাদের ভুলব না…

থামাতে পারেনি সালাউদ্দিনকে
সেই অগ্নিশিখার থাবা
নীরব কান্নায় ভেঙে পড়েছে
নিহত সাকিলের বাবা ।।

ওও আমার দেশের অগ্নিসেনা
আমরা তোমাদের ভুলব না…

চেয়ে দেখো তোমরা নিহত লিডার
ইমরানের পরিবারের দিকে
বাস্তবতার সত্য আগুন জলছে
আলাউদ্দিনের বাবার বুকে ।।

ওও আমার দেশের অগ্নিসেনা
আমরা তোমাদের ভুলব না…

বাঁচাতে গিয়ে দিয়েছে প্রাণ
নিহত ফাইটার রানা
নিপন,রমজান বাঁচতে পারেনি
আগুন দিয়েছে হানা ।।

ওও আমার দেশের অগ্নিসেনা
আমরা তোমাদের ভুলব না…

যারা বলেছো টাকার লোভে
অগ্নিসেনারা করতেছে অভিনয়
চেয়ে দেখো আজ বাংলার বুকে
জীবন দিয়ে তারা এনেছে জয় ।।

ওও আমার দেশের অগ্নিসেনা
আমরা তোমাদের ভুলব না।

 

আরো পড়ুন

কবিতার শিরোনাম কদম ফুল কলমে কবি জামাল

কবিতার শিরোনাম স্মৃতির ডায়েরি কলমে মারুফা পারভীন

আরো পড়ুনঃ  হে বিধাতা | উম্মি হুরায়েরা বিলু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *