অভিযোগ নেই কলমে এস এম জসিম ভূঁইয়া

অভিযোগ নেই
এস এম জসিম ভূঁইয়া

সাত জনম সাথে থাকার শপথ ভেঙে
সাত মাসেই অন্যের ঘরনী যে প্রেমিকা-
তার প্রতি আমার কোনো অভিযোগ নেই।
অভিযোগ নেই- সেই সুন্দরী ললনাতে
আইফোনের দাবি পূরণ না হওয়াতে
‘ভিখারি’ আখ্যাতে যে রাস্তা মেপেছিল।

নদী পার করার মিছে প্রলোভন দেখিয়ে
মাঝ নদীতে ধাক্কা মেরে পালালো যে দোস্ত-
তার প্রতি আমার কোনো অভিযোগ নেই।
অভিযোগ নেই সেই স্বার্থপর বন্ধুত্বে-
সামান্য কিছু অর্থের লোভ না সামলে
পেছন থেকে যে ছুরিকাঘাত করে গেল।

জন্মদাতা মাতা-পিতা, স্বার্থান্ধ ভাই-বোন
বেঈমান বন্ধু কিংবা সুসময়ের স্বজন
কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই।
অভিযোগ নেই নাটেরগুরু ইশ্বরেও-
আড়ালে বসে যিনি কলকাঠি নেড়ে নেড়ে
আমাকে ফাঁসিয়ে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করে।

হারিয়ে যাওয়া প্রেমিকা, স্বার্থান্ধ সমাজ কিংবা ইশ্বর
সবাইকেই মুক্তি দিলাম অভিযোগের দায় থেকে।
ব্যর্থতার সকল দায় স্বীয় কাঁধে তুলে নিয়ে
নিজেকে আমি ভাগ্যের হাতে সঁপে দিলাম।

কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই…

আরো পড়ুনঃ  ক্ষণজন্মা তিথি কলমে আজীমি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *