আজ কবি এস এম ইসকান্দর মীর্জা চৌধুরী’র শুভ জন্মদিন

  • আজ কবি এস এম ইসকান্দর মীর্জা চৌধুরী’র শুভ জন্মদিন

কবি এস এম ইসকান্দর মীর্জা চৌধুরী কক্সবাজার জেলার, চকরিয়া উপজেলা, পহরচাঁদা গ্রামে ১১/১০/১৯৭৩ ইং জম্মগ্রহণ করেন।কবি শৈশব থেকে কবিতা লিখেন।তাঁর কবিতা বিভিন্ন পত্রিকা ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়।তিঁনি মাতামুহুরি সাহিত্য পরিষদ’ সভাপতি।এই ছাড়া তাঁর আরো সামাজিক সংগঠন রয়েছে। ব্যক্তি জীবনে তিনি পহরচাঁদা ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। জম্মদিনে আমরা তাঁর উন্নত জীবন ও সফলতা কামনা করি।

আরো পড়ুনঃ  মাকে নিয়ে কবিতা || মনে পড়ে আজও কলমে জাকিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *