আমি আপনাকেই ভালোবাসি

আমি আপনাকেই ভালোবাসি
কলমে রিয়াজুল করিম সোহান

কোন এক ক্ষণিকের বেড়াজালে
নয়ন কেড়েছিলে আমায়
হৃদয়ে দিয়েছিলে দোলা
মনে উঠেছিলো ভালোবাসর নৃত্য।

খুঁজেছি তোমায় কতকাল জুরে
পাইনি কোথাও হেতায়।
ভেবেছিলাম পাব নাহ কভু
তোমার মনের ও জানালা খুঁজে।

একদিন কি হলো জানো
হঠাৎ করে টুং করে শব্দ হলো ফোনে
নিজের চোখকে বিশ্বাস করা যায়
এ যে ছিলো তোমারই সাড়া।

এরপর থেকে শুরু এই পথচলা
কত ঝগড়া মান অভিমান
ভালোবাসার থেকেও ঝগড়া হয়েছে বেশি
তবুও দিনশেষে ভালোবাসি তোমায়।

সারাদিনের ক্লান্তি শেষে যখন
তোমার কন্ঠ শুনার আগ্রহে থাকি।
এটাকে কি বলবে?
ভালোবাসা নাকি ভালোলাগা।

দিনশেষে আমি তোমাকেই চাই
সত্যি একটা কথা বলবে?
কখনো কি ভালোবেসেছো আমায়?

ঠিকানাঃ ত্রিশাল, ময়মনসিংহ

আরো পড়ুনঃ  অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে বিপুল চন্দ্র রায় ও সেলিম কাজী'র সম্পাদনায় ’অমৃতস্মৃতি’’যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *