আমি তার হতে চাই
হালিমা বিবি
আমিও মুনাজাতে কেউ একজনকে চাই,
তবে নির্দিষ্ট কাউকে নয়।
যে আমার জন্য কল্যাণকর তাকে,
যার হৃদয়ে আমার জন্য অফুরন্ত ভালোবাসা জমা তাকে।
যে মানুষটা আমার জায়গায় অন্য কাউকে ভাবতে পারবে না তাকে।
সে একজন সাহসী বীর হবে কিন্তু একটা ভয়ে সে ভীতু হবে, আর তা হলো আমাকে হারানোর ভয়।
সেই মানুষটাকেই আমার চাই।
আমি যদি তার আগে অপারে চলে যাই,
সেদিন থেকে সে রোজ সাক্ষাৎ করবে একটা কবরের পাশে,
যে কবরে লিখা থাকবে মরহুমা দিয়ে আমার নাম,
আর আমার পরিচয়ে লেখা থাকবে, অর্ধাঙ্গিনী আমি তার।
অতঃপর সে রোজ দুটি হাত মুনাজাতে রেখে আমার জন্য দোয়া করবে।
আমি তার জন্য অপেক্ষায় আছি ভেবে, আমাকেই রোজ ভালোবাসি বলবে।
আমি তারই হবো, সেই মানুষটারই হবো, যে আমার জান্নাতের জোড়া হতে চায়।
আমি তার হতে চাই, সত্যি তার হতে চাই, খুব করে চাই, হাত তুলে মুনাজাতে চাই, গভীর রাতের সিজদাতেও চাই।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্যতে