একজন মায়ের গল্প

একজন মায়ের গল্প

একজন মায়ের গল্প

কলমেঃ সায়লা ওয়াহেদ

অদ্ভুত এক প্রশান্তির নাম “মা”। মায়েদের নিয়ে বলতে গেলে লিখতে গেলে আসলেই কি সংক্ষেপে শেষ করা যায়..! এই নিশ্বর পৃথিবীতে মায়ের মতো আর কে আছে…! আমার ” মা” একজন সাধারণের মাঝে অসাধারণ ব্যাক্তিত্বের প্রকাশ।তার চোখে মুখে এতো স্নিগ্ধতা এতো মুগ্ধতা ছেয়ে থাকে,এক নিমিষেই সব ক্লান্তি দূর হয়ে যায়। মায়ের মধুর ডাকে প্রান জুরায় না এমন কথা পৃথিবীতে দুষ্কর।
মায়েদের সম্পর্কই হয়তো একমাত্র সম্পর্ক যার আত্নত্যাগ কে সঙ্গায়িত করেছে এর স্বমহিমায়। মায়ের বিকল্প কি আদৌ আর কিছু হতে পারে…!
কতো ত্যাগ কতো সহস্র আর্তনাদ নিয়েও হাসি মুখে কাটিয়ে দেয় পুরো জীবন টা কে। অক্লান্ত পরিশ্রমেও যেন তার মুখে কোন ক্লান্তি হতাশা খুঁজে পাওয়া যায়না, মায়েরা এতো সৎ এতো নিষ্পাপ হয়ে থাকে আমরা চাইলেও তাদের মতো হতে পারিনা।প্রতিটা মায়ের জীবন এক একটা সংগ্রাম, যে যুদ্ধে সে তার সন্তানের জন্য যে কোন কিছু করতে পারেন অনায়াসে।
মা’ অভিন্ন এক সত্তা এক প্রতিচ্ছবি আমাদের জীবনে।মায়েরা হলো ফুটন্ত গোলাপ যে গোলাপের ঘ্রাণ আমাদের অন্তর কে শুদ্ধতায় ভরিয়ে দেয়।

একজন মায়ের গল্প
একজন মায়ের গল্প কলমে সায়লা ওয়াহেদ

আমিতো সেদিন জেনে গেছি, মায়েদের প্রতিটি নিঃশ্বাস তার সন্তানের জন্য আশির্বাদ স্বরুপ!মা ছাড়া জীবন কতটা দুর্বিশহ হয়ে যাবে সেটা ভাবাও যায়না,মায়ের শুন্যস্থান কেউ পুরন করতে পারেনা,কেউ না!
যেদিন সন্তানের কষ্টে তার দুচোখ বেয়ে রক্তাক্ত অশ্রু ঝড়ে ছিল।
হাজারো বিসর্জন শুধু তার একার করে নেয়,তবুও সন্তানের ভাগের হতে দেয়না।মাঝে মাঝে মনে হয় মা কে নিয়ে গল্প লিখবো, কিন্তু মা কে নিয়ে অজস্র লিখা লিখে গেলেও সেটা ক্ষুদ্রই হবে,শব্দেরা যথেষ্ট হবে না।
মা তো এক শক্তির নাম,এক অদ্ভুত শান্তির নাম,মায়েদের চোখের ভাষা আমাদের জন্য খুশি বয়ে আনে।
আকাশ সমান বিশালতা যার মাঝে বিস্তৃত থাকে সবার জন্য।
মায়েদের মন মুক্ত পাখির মতো হয়, তাদের বিশুদ্ধ ভালবাসায় কোন শর্ত থাকেনা, থাকেনা কোন অভিনয়, অভিযোগ। মা ছাড়া জীবন কখনোই সুন্দর হয়না,নিষ্টা আর আদর্শের সাথে জীবন পরিচালনা করা যায়না।আমার জীবন আমার মা ছাড়া চিন্তা করতেই যেন বুকের ভেতর কেপে উঠে।তাকে ছাড়া আমি অসহায় অস্তিত্বহীন।মায়েরা আকাশের চাঁদের মতো আলো ঝলমলে হয়ে ছড়ায় তার সন্তানের জন্য।মায়েরা এমনই হয়,লাখো, কোটি মায়েদের গল্প গুলো এমনই হয়!আমার মায়ের মতো করে কেউ আমায় বুঝেনি কখনো, কেউ বুজায়ও নি।আমার মা আমার আদর্শ,আমার শান্তির জায়গা।আমার কষ্টে কতো রাত না ঘুমিয়ে কেটেছে,কতো রাত চোখের পানিতে বালিশ ভিজিয়েছে আমি দেখেছি,তবুও আমাকে একটু আঁচ পেতে দেয়নি।কতো মানুষের সাথে লড়তে দেখেছি আমার জন্য।আমার মায়ের রিন এই জীবনে কোন কিছু দিয়ে শোধ করা সম্ভব নয়।কিছু দিন আগে অসুস্থ হয়ে যখন ৬ দিন বাসায় ছিলনা, সেদিন বুঝেছি আমার মায়ের অনপুস্থিতি কি..! সারা ঘরে কেউ নেই সব খালি এতো শুন্যতায় ভরা সবকিছু ভাষায় প্রকাশ করার মতো না।এভাবে এই প্রথম মায়ের বাসায় আমি একা আছি আর মা বাসায় নেই এমন হয়ছে। মা ছাড়া সারাদিন সারা রাত কতো টা অসহায়ের মতো কাটিয়েছি। সারা ঘর ধু ধু করছিল মা কে ছাড়া এতো বিষন্নতা আগে কখনো অনুভব করিনি আমি। এখন বুঝতে পারতেসি নিজের হাজার কষ্ট থাকলেও কোন কিছু নিয়ে মায়ের সামনে সেটা কতটা হালকা লাগে,যতটা ভারি আজকে লাগতেসে।সারাদিন চিল্লানোর কেউ নাই অভিযোগ করার কেউ নাই নানা অন্যায় নিয়ে শাসন করার কেউ নাই।এই তিন দিনেই যদি এই অবস্থা হয় ভেতরটা এতো ফাকা লাগে সবকিছু এতো অস্থির, অসয্য লাগে আরও বেশি দিন না থাকলে কি হবে জানিনা আমি।এই কদিনেই মনে হচ্ছে কেউ নেই আমার আমি অনেক একা।এই ঘর সংসার সামলানো কতো কঠিন,মা নেই বাসায় তাই আব্বু ঘরে খাবার কি আছে রাতে সেহরি তে কি খাবে রান্না করসি কিনা কিছু জিজ্ঞেস করেনা,যেন আমার কাজ করতে না হয়।শুধু আমাকে ঘুরে ফিরে জিজ্ঞেস করে কি খাবা তুমি বাইরে থেকে কিছু আইনা রাখবো…? আর মা থাকলে সেই আব্বু একটু পর পর এসে বলে কইগো কি আছে বাসায় ক্ষুধা লেগে গেসে তো। কি অদ্ভুত মায়েরা,কি অদ্ভুত অনুভূতি হয় তাদের ছাড়া, নিজে অনুভব করতেসি কিন্তু প্রকাশ করতে পারতেসি না।আমার হাজবেন্ড আমাকে যেভাবে আঘলে রাখে খেয়াল রাখে সে না থাকলে আমার বেঁচে থাকাতে কোন শান্তি থাকতো না,এই মানুষ টা আছে বলে হয়তো এতো টুকু ভালো আছি আমি। তবুও মায়ের মতো কেউ না তার অনপুস্থিতি খুব করে যেন টের পেয়েই যাচ্ছিলাম।অন্য কারও কথা জানি না আমার “মা” না থাকলে কোন দিন, এই দুনিয়া আমার জন্য সাক্ষাৎ জাহান্নাম হয়ে যাবে আমার বেঁচে থাকা কতো টা কষ্টের হবে এই কথা বলে বুঝানোর ক্ষমতা আমার নাই।আল্লাহ সব মায়েদের ভালো রাখুক শান্তিতে রাখুক।কিভাবে এতো কিছু সয়ে যায় তারা,কি অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছে মায়েরা।তারা সব সয়ে যেতে পারে হাসিমুখে।

আরো পড়ুনঃ  ঝরে যাওয়া প্রাণ কলমে মার্জিয়া আক্তার রজনী

‘মা তো মা’
মায়ের মতো উদার,আর কেউ হয়না এই পৃথিবীতে!মায়েদের ভালবাসা উচিত মায়েদের মতো করে আকাশের বিশালতার মতো যে ভালোবাসায় শুধু সম্মান, মায়া আর মুগ্ধতা ছেয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *