এক বিকেলের এলোমেলো গল্প

এক বিকেলের এলোমেলো গল্প
নাজমুল আলম মাহদী

ভালো লাগা খুঁজছি, পাচ্ছি না। হঠাৎ চোখ আটকিলো রংধনুতে। রবের বিস্ময় ভরা সৃজনে। সাদা-কালো মেঘেদের গা জুড়ে মুগ্ধতার মাখামাখিতে। পলকহীন তাকিয়ে থাকলাম খানিকক্ষণ। নিচে হাওড়ের পানি। স্বচ্ছ পানি। চোখের তৃষ্ণা মেটাই বর্ষার হর -রোজ যে পানিতে। খানিক পর একটি চিল দেখতে পেলাম। অতঃপর তিনটি বক ও একটি নিঃসঙ্গ কাক অথবা কাক সদৃশ্য অন্য কিছু। চিল এবং কাক সদৃশ্য পাখিটি ছিলো নিঃসঙ্গ। চিলকে কখনো জোড়ায়-জোড়ায় থাকতে দেখা যায় না। সে নিঃসঙ্গ থাকে। হয়তো নিঃসঙ্গতায় আনন্দ খুঁজে পায়। সে জন্যই তার নিত্যকার উড়াউড়ি সঙ্গ ছাড়াই। আমিও আজ সঙ্গীহীন। সঙ্গ ছাড়া থাকতে অবশ্য আনন্দ বোধ করি না। তবে মাঝে–মধ্যে ভাল্লাগে। ভাল্লাগে তখন, যখন প্রকৃতি নিজের মতো করে সাজে। এই যে আজ পুব আকাশে রংধনুর মায়াবী সব রঙয়ের ছড়াছড়ি। নিঃসঙ্গ থেকেও তাই আজ ভালো লাগা খুঁজে পাচ্ছি। রংধনুর এক পাশের শেষ ভাগ যেনো হাওড়ের শেষ সীমান্তে গাঁথা। যেনো সীমান্তে তার দিল-কাশ আলোর ছড়াছড়িতে মুগ্ধতা লেপ্টে আছে। ইশ! ঐ জায়গাটায় যদি তখন গিয়ে দাঁড়াতে পারতাম। আমিও হৃদয়ে লেপ্টিয়ে নিতাম— রঙধনুর মায়াবী সব রঙ।

 

আরো পড়ুনঃ  বৃষ্টিস্নাত সুন্দর দিনের দিনলিপি

1 thought on “এক বিকেলের এলোমেলো গল্প”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *