এক মুহূর্তের জন্য অপেক্ষা!
রাহিম মিয়া
এক মুহূর্তের জন্য অপেক্ষা!
বৃষ্টি ভেজা সকাল-সন্ধ্যা,
ভালোবাসা আর ভালোবাসা।
তুমি আমি আর ফুল,
মিলে মিশে একাকার ভালোবাসায়।
পাশা পাশি বসে দেখতেছি চাঁদ!
হাতে হাত রেখে গল্পের মাঝে,
বলছি ভালোবাসি ভালোবাসি তোমায়।
তোমারই ছোঁয়াতে দাও রাঙিয়ে আমায়,
রাঙিয়ে দাও আমার এই অন্ধকার রাত।
অন্ধকার রাতে চাঁদ হয়ে তুমি রাঙিয়ে দাও,
আমায় রাঙিয়ে দাও তোমার ভালোবাসায়।
ভালোবাসায় এই সিক্ত হতে চাই,
তোমারই আঁখি মাঝে।
তোমারই জন্য বাঁচতে চাই,
আমি তোমায় ভালোবাসে।
এক মুহূর্তে জন্য অপেক্ষা!