কথা ছিলো
মারজিয়া শাহনাজ জেসি
কথা ছিলো আসবে,
স্নিগ্ধতার আবেশে সমস্ত নিরবতা ভেঙে,
মন খারাপের বিষন্ন সন্ধ্যায়,
একাকিত্বের মিলনমেলায় সঙ্গী হবে।
সেদিন তুমি আসবে বলে,
অনুভূতিরা রং মেখেছিলো সারা গায়,
শত ডানার প্রজাপতিরা,
ভেসে বেড়াচ্ছিলো অদূর নীলিমায়,
কথা ছিলো অনুভবের আকাশ জুড়ে
পাড়ি দিবো নীল সাগরের তীরে।
সেদিন তোমার আশার প্রতীক্ষায়,
স্টেশনের কৃষ্ণচূড়া গাছটাও অপেক্ষারত ছিলো সারারাত,
মেঘমালার মুখেও ছিলো ম্লান হাসি
তোমার আশার প্রতিক্ষায়,
ধুলোয় মোড়া শহরের বুক চিরে ছিলো বিষন্নতার ছোঁয়া।
তাজা গোলাপের বদৌলতে ফুটেছিলো রক্তাক্ত পলাশ।
কথা ছিলো আসবে
অবশেষে ডাকবাক্সের শ-খানেক বার্তা উপেক্ষা করে,
বিবর্ণ এই শহরের বুকে
এঁটে দিলে শত বিচ্ছেদের যন্ত্রনা।