কবিতা তোমার মাধুর্য

কবিতা তোমার মাধুর্য
তুষার আচার্য্য

স্বপ্ন মেঘের মেলায় আমি শুধুই মনের ভাবনা লিখি,
তা কবিতা হয়ে ওঠে তোমার চোখে।
প্রেমের উচ্ছ্বাস, ভালোবাসার প্রত্যয়, বিরহের আকুলতা,
অপেক্ষার জ্বালা, মিলনের প্রশান্তি, শরীরের কোণায় কোণায়
বিদ্যুৎ খেলে যাওয়ার আবেগ প্রকাশিত হয় শব্দের বিষ্ফোরণে।
অজান্তেই কবিতা হয়ে ওঠে তোমার দৃষ্টিতে।
তোমার ভাবনায় আমি লিখি রোজ সকল অনুভুতির প্রকাশ।
কেমনে জানি না কবিতা হয়ে যায় তোমার লালিত্যে,
আমি তো মানি, আমার কবিতা তো “তুমি” হয়েই যায়
অকুণ্ঠ প্রেমজ বিশ্বাসে।

 

কবি পরিচিতি

কবিতা তোমার মাধুর্য

নামঃ তুষার আচার্য্য (ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত)
পেশায়ঃ গ্রন্থাগারিক
কর্মস্থলঃ কাঁচরাপাড়া কলেজ, পশ্চিমবঙ্গ। আবাস্ঃ কল্যাণী, নদীয়া।
যোগ্যতাঃ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ইতিহাসে
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের থেকে
গ্রন্থাগার বিজ্ঞানে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন এবং গবেষণা করেন (পি এইচ ডি)
কল্যাণী বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে
শখ বলতে গান শোনা, গাওয়া, লেখালেখি করা, নতুন কিছু শেখা, ভ্রমণ ইত্যাদি।
কবিতা প্রকাশিত হয়েছেঃ কানাডা (দশ দিগন্ত), বাংলাদেশ (পাতাপ্রকাশ), (আজ কালের আলো),(অপ্রোঢ়া) ভারত, (নভপ্রভাত) আরও অনেক সাহিত্য পত্রিকা থেকে।

আরো পড়ুনঃ  আয় বৃষ্টি আয় কলমে নাদিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *