কবিতা হেমন্ত, কলমে আমাতুল্লাহ খাদিজা খুশি

হেমন্ত
আমাতুল্লাহ খাদিজা খুশি

শরৎ শেষে স্বপ্না বেশে
চলে আসে হেমন্ত
প্রকৃতির কোলে আজ
পড়ে আছে ঘুমন্ত।

চাষির মুখে সুখের হাসি
মাঠে সোনালী ধান
নতুন চালের পিঠা হবে
আসবে মেহমান।

উঠবে ঘরে শস্য দানা
ভরবে চাষির গোলা
ফুটে উঠবে আশার আলো
লাগবে প্রানে দোলা।

শর্ষে ফুলের হলুদ রঙে
ছেয়ে যায় মাঠের বুক
প্রকৃতিতে হেমন্তের
রঙ হলো অপরুপ।

হেমন্তটা হাত রাখে ঐ
পাখ-পাখালির হাতে
উদম হাওয়ার গন্ধ যখন
ঢেউয়ের গায়ে থাকে।

আরও এলো সাথে সাথে
নতুন গাছের খেজুর রসে
লোভ দেখিয়ে পায়েশ পিঠা
মিষ্টি রোদে খেতে বসে।

প্রকৃতির অপূর্ব হেমন্তে
এসো হে মোদের দেশে
সবার বুকে ঠাই করে নাও
গভীর ভালোবেশে।

 

নিয়মিত পড়ুন ও লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  উৎকন্ঠা কলমে ইউসুফ আরমান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *