বর্ষা নিয়ে কবিতা | বর্ষা কলমে সোনালী
বর্ষা ~ সোনালী আকাশের কালো মেঘে বর্ষায় নদী করে ভর ভর পুকুরের ধারে বয়ে যায় পানি। প্রতিটি ঘরের দরজা থাকে বন্ধ চারিপাশে কদমের সুবাস। রাস্তা হয়ে যায় পিচ্ছিল টিপ টিপ করে, ছাতা হাতে যায় মানুষ। সূর্যের দেখা নেই কদিন যাবৎ খেত যায় ভরে বর্ষার বাদলে। আকাশে কালো মেঘ ভাসে, মনে হয় নামবে আবার বৃষ্টি।