বাবা তুমি কলমে সোনালী
বাবা তুমি ~ সোনালী বাবা তুমি চাঁদের মতো আলো। বাবা তুমি গাছের মতো ছায়া। কখনো তারার মতো টিপ টিপ করে জ্বলো। কখনো খেলনা বাবার থেকে পাওয়া ভালোবাসা। কখনো বৃষ্টি হয়ে,কখনো মেঘ, পাতা দিয়ে আগলে রাখা ছায়ার মতো তুমি। পাহাড়ের চেয়ে বড় তোমার ভালোবাসা। আকাশের মতো নীল কখনো পাল্টাবে না রং। আকাশের এক স্থানে তোমারই ভালোবাসা। […]
				








