বৈশাখে বাঙালি | বাংলা কবিতা
বৈশাখে বাঙালি সুজনা খাতুন বছর শেষে এলো ঘুরে পহেলা বৈশাখ, দিনের পর দিন যাচ্ছে চলে মাস,বছর ও দিন। তীব্র রোগের প্রখরতায় খনখনিয়ে যাচ্ছি সেথায়, বৈশাখ যে ডাকছে হেসে মেলায় সবাই চলছি ঘেঁষে। বাঙালি খায় পান্তা ইলিশ শাড়ি পরে আর লাগায় পালিশ, পাঞ্জাবি আর লুঙ্গি পরে বৃদ্ধ-জোয়ান মেলায় ঘুরে। বৈশাখ যে নতুন সাজে তবলা আর ঢোল […]