মৃত্যুর পরোয়ানা
মৃত্যুর পরোয়ানা কলমে আহমাদুল্লাহ আশরাফ যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবো আলোহীন মাটির তৈরি কবরে আপনদের কাছে তখন পর হয়ে যাবো হারিয়ে যাবো চিরতরে, আসবো না কভু ফিরে সেই দিনটা যেন হয় এক পবিত্র বার যাকে লোকে বলে রোজ শুক্রবার সকাল সকাল শুনায় যেন মৃত্যুর পরোয়ানা রবের নিকট আমার এটাই কামনা। বাঁশ কাঁটবে আনবে কাফন গোসল […]