স্বাধীনতার পঞ্চাশ পেরোলেও মোরা আজও স্বাধীন নও
স্বাধীনতার পঞ্চাশ পেরোলেও মোরা আজও স্বাধীন নও কলমে মোহাম্মদ আবরারুল হক ইমদাদ স্বাধীন মানে মুক্ত মনা, মুক্ত হওয়া অধিকার ফিরিয়ে আনার জয়, সেই কিছুতো হচ্ছে না আজ শুনছি কেবল পরাধীনতার মহা প্রলয়। স্বাধীনতার পঞ্চাশ পেরোলেও মোরা আজও স্বাধীন নও মুরা স্বাধীন কেবল মুখের বুলিতে সাচ্চা স্বাধীন, এ কোন সে জন কয় স্বাধীন হয়ে পরাধীন রব […]









