এসো তবে কলমে শোয়াইব মাহমুদ
এসো তবে শোয়াইব মাহমুদ সেজেছ কি বধূ? গুজেঁছ কি খোপায় ফুল? বলছ ‘কেন’? কারণ আমি ফুল আর তোমাতে যে আকুল। কতদিন হয়নি দেখা, মন করেছে কি কভু উতলা? এসো তবে, কফি খাওয়ার ছল করে বলব কথা; যা হয়নি বলা। দেখতে চেয়েছি বলে নীল শাড়ি পরে তুলেছ কি ছবি? স্মৃতিপটে আঁকতে তোমায়, আজও কত উন্মননা কবি। […]