আমি বাংলাদেশ | কবি উম্মি হুরায়েরা বিলু
আমি বাংলাদেশ উম্মি হুরায়েরা বিল আমি বাংলাদেশ— আমি শত বোনের হারিয়ে যাওয়া মান, আমি বাংলাদেশ— আমি শত ভাইয়ের ঝরে যাওয়া তাজা প্রাণ। আমি বাংলাদেশ— আমি বীর আবু সাঈদের রক্তে লাল, আমি বাংলাদেশ— আমার বুকে বয়ে চলেছে শত মায়ের অশ্রু খাল। আমি বাংলাদেশ— আমি মুগ্ধের সেই পানি লাগবে পানি, আমি বাংলাদেশ— আমি রক্তের বিনিময়ে স্বাধীনতা ফিরিয়ে […]