কবিতা মায়া কাটাতে ব্যর্থ
মায়া কাটাতে ব্যর্থ ~ আয়াত মিম শুভ্র ফুলের ভ্রমর ছিলাম। ছিলাম কত অভিমানী। বড্ড বেশী চঞ্চল আমি। আপন জনের চোখের মণি। লেগে থাকতো সর্বদা মুখে আমার মুচকি হাসি । কাদিয়ে ছিলো বহু আগে কবে সে কে জানি? আজকে আমি ভ্রমর আছি! সুবাস হারিয়ে পথ ভুলেছি। নির্জীব পরে থাকা কাটার মতন, সবার চোখে বিদছি এখন । […]









