বৈশাখ এলো কলমে মদিনা তাবাসসুম
বৈশাখ এলো মদিনা তাবাসসুম প্রকৃতি যেন ছাড়লো দীর্ঘশ্বাস, অবশেষে এলো বাংলা বছরের প্রথম মাস। চৈত্র মাসের প্রবল খরা শেষে, বৈশাখ এল কালবৈশাখীর বেশে। দিল আরো ডালা ভরা আম, ঝড় হলেই ছুটে আসে সবাই ফেলে কাজ কাম। কাঠফাটা রোদ দেখে বৈশাখ চেনা যায়, বৃষ্টির মুখ দেখা তখন খুব দায়।









