দখলপ্রবণ কলমে মুহাম্মদ নুরুল হুদা
দখলপ্রবণ মুহাম্মদ নুরুল হুদা চেয়েছিলো কেউ দখল করতে? দখল করিনি আমি; কে কাকে কখন করেছে দখল জানেন জগতস্বামী। দেখেছি তোমাকে তোমার গভীরে এফোঁড় ওফোঁড় ঘুরে বৃত্তাকারেই ফেরে সব দেখা, কখনো-বা যায় উড়ে। সাতসমুদ্র পাড়ি কি দিয়েছো কলম্বাসেরও আগে? তখনো আকাশে জাগে সপ্তর্ষি নীলিমার অনুরাগে। হেঁটে হেঁটে এলে উড়ে উড়ে গেলে কখনো সাঁতার কেটে, পাইনি তোমার […]